“ভারতীয় ভিসার জন্য পাসপোর্ট জমা না রেখেই আবেদন করা যাবে” – আইভ্যাক, বাংলাদেশ
![Indian-Visa](https://i0.wp.com/www.limpidtravels.com/wp-content/uploads/2023/07/3854761df28b37469105e43ccc5fa1d5-5af844a5f3cd2.jpg?fit=800%2C449&ssl=1)
এখন থেকে পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরা।
ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক), বাংলাদেশ-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এ-সংক্রান্ত নোটিশ আইভ্যাক, বাংলাদেশ-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
নোটিশ বলা হয়েছে, ভারতীয় ভিসা পদ্ধতিকে আরও সহজ করা, দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারী ব্যক্তিদের অসুবিধা কমানোর লক্ষ্যে ১১ জুলাই থেকে কিছু ব্যবস্থা চালু করেছে আইভ্যাক-বাংলাদেশ।
নতুন ঘোষণা অনুযায়ী, ভারতীয় হাইকমিশনে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহারের জন্য যেসব আবেদনকারী নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন থেকে এই সুযোগ থাকছে।
আবেদনকারী চাইলে আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় তার পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা পাবেন।
সে ক্ষেত্রে ভিসা টোকেনে থাকা সম্ভাব্য সরবরাহ (ডেলিভারি) তারিখের ৭ দিন আগে আবেদনকারীকে আইভ্যাকে তার পাসপোর্ট আবার জমা দিতে হবে।
![](https://i0.wp.com/www.limpidtravels.com/wp-content/uploads/2023/07/IVACBD.webp?fit=640%2C252&ssl=1)
নোটিশ আরও বলা হয়েছে, ভিসা প্রক্রিয়াকরণ (প্রসেসিং) ফি অনলাইনে পরিশোধের সময় আবেদনকারীরা এখন থেকে আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার সুনির্দিষ্ট সময় (টাইম স্লট) আগে থেকেই বেছে নিতে পারবেন। এই ব্যবস্থা ভিসা আবেদনকারী ব্যক্তিদের আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে দীর্ঘসময় অপেক্ষা করা থেকে রেহাই দেবে।
আরো জানতে যোগাযোগ করুন: