Simple Travel Agency Solution

Search
Close this search box.

Simple Travel Agency Solution

Search
Close this search box.

প্রথমবার বিদেশে গমনের ক্ষেত্রে এয়ারপোর্ট এর নিয়ম কানুন ।

এই প্রথম দেশের বাইরে যাচ্ছেন, এয়ারপোর্টে ঢুকে প্রথমে কি করতে হবে? কোথায়/কোন দিকে যেতে হবে?

ফ্লাইটের দিন কখন আসতে হবে? প্রথম কোন ডেক্স থেকে কোন ডেক্সে যেতে হবে?

বুকিং কি? বোর্ডিং কার্ড কি? ডিপার্চার ফর্ম কি ?

-এই ব্যাপার গুলি বুঝতে পারছেন না। যারা এয়ারপোর্ট এর ক্রমধারার কিছুই জানে না তাদের কথা চিন্তা করে প্রথমবারের মতো যাঁরা যাত্রী হিসেবে বিমানবন্দরে আসবেন তাঁদের করণীয় বিষয়গুলি সহজে বুঝার জন্য বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় এই ভিডিও টি বানিয়েছে।

আশা করি পুরো ভিডিও টি দেখার পর এয়ারপোর্ট এর নিয়ম কানুন সম্পর্কে আপনার একেবারে স্পষ্ট ধারনা তইরি হয়ে যাবে। এবং আপনার ভিতরে আর কোন জরতা কাজ করবে না।

উক্ত ভিডিওটি দেখার পরও যদি আপনার মনে কোন সন্দেহ থাকে অথবা কোন কিছু পুরোপুরি না বুঝে থাকেন! নিচে কমেন্টে আপনার প্রশ্নটি করুন, আমরা চেষ্টা করবো অত্যন্ত দ্রুততার সাথে আপনার প্রশ্নের উত্তরটি দেয়ার জন্য।

আর ভিডিও টি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ আর কাজের মনে হয়, আপনার বন্ধুদেরকে শেয়ার করে রাখতে পারেন জেন তারাও এ বিষয়ে জানতে পারেন।

Please follow and like us:
Greece Visa Center in Dhaka

Greece Visa Center in Dhaka

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু “এর আগে গ্রিস যেতে চাইলে বাংলাদেশিদের

Read More »
×