সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে সৌদি সরকার ১লা অক্টোবর থেকে সকল ওয়ার্ক ভিসার জন্য বায়োমেট্রিক প্রসেস বাধ্যতামূলক করেছে। অর্থাৎ এখন থেকে ওয়ার্ক ভিসা নিয়ে সৌদি আরব-গামী সকলকে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক করে ভিসা কার্যক্রম সম্পন্ন করতে হবে।
১লা অক্টোবর ২০২৩ তারিখ হতে সৌদি ওয়ার্ক ভিসাধারী সকলের জন্য বায়োমেট্রিক প্রসেস বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি সরকার।
বায়োমেট্রিকের জন্য যাত্রীদের অবশ্যই তাশির ভিসা আবেদন কেন্দ্র (Tasheer Visa Center) থেকে অ্যাপোয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপোয়েন্টমেন্ট নেয়ার পর উল্লেখিত নির্দিষ্ট দিন ও সময়ে Tasheer Center-এ উপস্থিত হয়ে বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে।
বায়োমেট্রিক অফিস লোকেশনঃ
যমুনা ফিউচার পার্ক
Jamuna Future Park (Ground Floor), KA-244, Kuril, Progoti Shoroni, Dhaka
View Map Location
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- পাসপোর্ট কপি
- পাসপোর্ট সাইজ ছবি
- মোফা'র (MoFa) কপি
তাশির ভিসা সেন্টারের Biometric/Fingerprint Appointment এর জন্য যোগাযোগ করুন। Click Here