আপনি যদি বিদেশ যাওয়ার জন্য BMET ক্লিয়ারেন্স স্ট্যাটাস বা ম্যানপাওয়ার কার্ড চেক করতে চান, তাহলে এই গাইডটি আপনার জন্য। সরকার নতুন নিয়ম চালু করেছে, এবং আগে যে Ami Probashi অ্যাপ এবং ওয়েবসাইটে ক্লিয়ারেন্স চেক ও ডাউনলোড করা যেত, সেটা এখন বন্ধ করে দিয়েছে।
⚠️ কী পরিবর্তন হয়েছে?
আগে Ami Probashi অ্যাপে রেজিস্ট্রেশন করে PDO (Pre-Departure Orientation) ট্রেনিং ও বায়োমেট্রিক করতে হতো। এখন নতুন নিয়মে:
PDO সেন্টারে গিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে।
সেখানেই ট্রেনিং ও বায়োমেট্রিক হবে।
অনলাইনে এখন শুধুমাত্র স্ট্যাটাস চেক ও ক্লিয়ারেন্স ডাউনলোড করা যাচ্ছে।