Simple Travel Agency Solution
Simple Travel Agency Solution
পাসপোর্ট নাম্বার দিয়ে BMET ওয়েবসাইট থেকে ফিংগারপ্রিন্ট ডাটা চেক করে নিন।
লিংকঃ http://www.old.bmet.gov.bd/BMET/generalreports
দ্বিতীয় ধাপ -এ ফিংগারপ্রিন্ট ডাটা সফল ভাবে BMET সার্ভারে রিসিভ হয়েছে কিনা এটি চেক করা যায়। ডাটা সার্ভারে Successful! না হলে কোনভাবেই কার্ড টাইপ ও প্রিন্ট হবে না। সেখেত্রে পুনঃরায় BMET অফিসে গিয়ে ফিংগারপ্রিন্ট দিয়ে আসতে হবে।
লিংকঃ http://www.old.bmet.gov.bd/BMET/biocheck
ফিংগারপ্রিন্ট ডাটা সফল ভাবে BMET সার্ভারে সংরক্ষিত হয়েছে, ও কার্ড প্রিন্টের জন্য ডাটা প্রস্তুত। যদি সফল না হয়, তাহলে উপরে দেখানো স্ক্রিনে Failed! লিখা আসবে।
এটি আপনি সরাসরি অনলাইনে চেক করতে পারবেন না। BMET অফিসিয়াল ব্যাক্তি ব্যতিত আপাদত এই তথ্যটি ওপেন ভাবে চেক করার কোন সুযোগ নেই! ভবিষ্যতে, পাসপোর্ট নাম্বার দিয়ে ব্যাবহারকারী নিজেই সরাসরি তার কার্ড হয়েছে কিনা এ তথ্য ওয়েবসাইট থেকে চেক করার সুযোগ পাবেন।
এমতাবস্থায়
আপনি আপনার পাসপোর্টের একটি কপি নিচের WhatsApp লিংকে ক্লিক করে আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা চেক করে আপনাকে Reply করে জানিয়ে দিব কার্ড রেডি হয়েছে কিনা।
BMET ফিঙ্গারপ্রিন্ট (জেলা অফিসে দেওয়া finger)
সাকসেস হয়েছে কিনা এখন আর পুরনো পদ্ধতিতে চেক করা যায় না।
BMET নতুন সিস্টেমে মোবাইল/ওয়েব থেকে ফিঙ্গারপ্রিন্ট চেক করার অপশন বন্ধ করে দিয়েছে।
👉 তাই আপনি নিজে অনলাইনে ফিঙ্গারপ্রিন্ট সফল হয়েছে কিনা দেখতে পারবেন না।
যদি জানতে চান আপনার ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে জমা হয়েছে কিনা,
তাহলে শুধু পাসপোর্ট নম্বর অথবা পাসপোর্ট কপি আমাদের WhatsApp-এ পাঠান।
আমরা BMET user-access থেকে স্ট্যাটাস চেক করে জানিয়ে দেবো।
অনেকেই জানতে চান—আমার BMET ক্লিয়ারেন্স কার্ডটা হয়েছে কিনা? এটার জন্য আমরা আলাদা একটি পোস্টে একদম সহজভাবে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে রেখেছি। চাইলে নিচের লিংকে গিয়ে দেখে নিতে পারেন।
BMET Clearance Card Check করুন
ওই পোস্টে আপনি জানতে পারবেন— • আপনার ক্লিয়ারেন্স কার্ড হয়েছে কিনা • হয়ে থাকলে কীভাবে PDF ডাউনলোড করবেন • স্ট্যাটাস দেখার ধাপগুলো সবই সহজ ভাষায় ব্যাখ্যা করা আছে।